ভুয়া সনদে ৩ কলেজশিক্ষক নিয়োগ, পাচ্ছেন বেতন-ভাতাও

শিক্ষা মন্ত্রণালয়

ভুয়া সনদে নিয়োগ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এমপিওভুক্ত রাজবাড়ী কলেজের ৩ প্রভাষক সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের প্রতিবেদনের পর এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এমপিওভুক্ত রাজবাড়ী কলেজের যুক্তিবিদ্যার প্রভাষক খলিলুর রহমান, ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক আসাদুজ্জামান আল ফারুক এবং গণিতের প্রভাষক আসাহক আলী ভুয়া সনদ দাখিল করে নিয়োগ পেয়ে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছেন। বিষয়টি একজন পরিচালক মর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে মতামতের আলোকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

1