নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতার চেক হস্তান্তর

শিক্ষা মন্ত্রণালয়

২০১৯ -২০২০ অর্থ বছরে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) দ্বিতীয় পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের গত বছরের ১ জুলাই থেকে এ বছর মে মাস পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। গত বছরের ঈদুল আজহা, চলতি বছর ঈদুল ফিতর এবং বৈশাখী ভাতার অর্থও হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্তৃক প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, নতুন এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের সরকারি অংশের টাকার আটটি চেক অগ্রণী, রুপালী ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।