করোনায় রাব্বানীর ব্যতিক্রমী উদ্যোগ

IMG-20200703-WA0011করোনা মহামারীতে কর্মহীন অসহায়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি, ডি, ক্যালসিয়াম এবং জিংক ট্যাবলেট প্রদান কর্মসূচি পালন করেছেন ডাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেই সঙ্গে সুরক্ষা সামগ্রী হিসেবে ১০টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান গোলাম রাব্বানী নিজেই। ‘করোনা প্রাদুর্ভাবের এই দুর্যোগকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের জন্য দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।

রাব্বানী জানান, তিনি করোনা পরিস্থিতির শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে ত্রাণ এবং করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করেছেন। এবার অসহায় মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৯৬৮ জনের।