সেই প্রাথমিক শিক্ষা অফিসারকে শোকজ

প্রাথমিক শিক্ষা অধিদফতরদেড় মাস ছুটি নিয়ে ২৫ ফেব্রুয়ারি ই-মেইলে যোগদান পত্র পাঠানোর পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এস. এম তৌফিকুজ্জামান। এ নিয়ে বাংলা ট্রিবিউনে ‘ছয় মাস অফিস করেন না প্রাথমিক শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এর প্রেক্ষিতে ওই জেলা শিক্ষা অফিসারের দীর্ঘদিন অফিসে অনুপস্থিতির কারণ জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিদফতর থেকে অনুপস্থিতির ব্যাখ্যা চেয়ে শোকজ আদেশ জারি করা হয়। জেলা শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামানকে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়।