ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নম্বর ও সময় কমলো

আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২০ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বিষয়ের মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে ৫০ নম্বরের। আর ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা দিতে হবে ১ ঘণ্টা ৩০ মিনিটে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক বিজয় কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এই পরীক্ষায় দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২ লাখ ১০ হাজার পরীক্ষার্থী বিভিন্ন পর্বে অংশ নেবে।

উপ-পরিদর্শক বিজয় ঘোষ জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে ইনস্টিটিউটের অধ্যক্ষদের নিয়ে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০১০ ও ২০১৬ সালের প্রবিধানের আওতায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র মুদ্রিত মোট নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিতে হবে (সকল বিভাগের যে কোনও প্রশ্ন থেকে)। ২০১০ ও ২০১৬ সালের প্রবিধানের সকল বিষয়ের মোট ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট মেয়াদে অনুষ্ঠিত হবে।

প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে প্রশ্নপত্রে উল্লেখিত মোট নম্বরের বিপরীতে রূপান্তরিত করে ফলাফল নির্ধারণ করা হবে।

সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড মো. জাহেদুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমান, অধ্যক্ষ মো জাকির হোসেন, অধ্যক্ষ মো. রুহুল আমিন, অধ্যক্ষ মো. রিহান উদ্দিন, চিফ ইনস্ট্রাক্টর আরিফা আক্তার বক্তব্য রাখেন।