৩০ মার্চ থেকে সরাসরি ক্লাস করতে হবে ডিপিএড প্রশিক্ষণার্থীদের

২০২১-২০২০ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণার্থীদের মুখোমুখি শ্রেণি কার্যক্রম আগামী ৩০ মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে। আর আগামী ১৬ মার্চ থেকে অনলাইনে শুরু হবে। সোমবার (১ মার্চ) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বোর্ড দেশের সকল প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা দিয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, পিটিআইগুলোকে অনলাইনের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং অনুলিপি ডিপিএড বোর্ডে পাঠাতে হবে।

গত ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত পিটিআই অনলাইন শ্রেণি স্থগিতকালীন অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে লাইব্রেরি ব্যবহার ও বই পড়া বিষয়ে বরাদ্দ নম্বর থেকে ১০ নম্বরের মূল্যায়ন হিসেবে বিবেচনা করতে হবে।