গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির নীতিমালার চূড়ান্ত অনুমোদন

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভায় বিশ্ববিদ্যালয়টির ২০২০ সালের চাকরির নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন, ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় ট্রাস্টি বোর্ডের ৪২তম সভার কার্যবিবরণীর ওপর আলোচনা ও ‘গণ বিশ্ববিদ্যালয়ের চাকরির নীতিমালা-২০২০’ এর চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত হয়। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের ডিক্লারেশন অব ট্রাস্টি দলিলে সম্মানিত নতুন ট্রাস্টি সদস্যদের নাম অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।

এছাড়া ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে কাজী ফজলুর রহমান, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম ও শিরিন পারভীন হক অনলাইনে অংশ নেন।