ছুটিতে পাঠিয়ে কলেজ শিক্ষককে বরখাস্ত, তদন্তের নির্দেশ

ঢাকা কমার্স কলেজের শারীর চর্চা বিষয়ক শিক্ষক ফয়েজ আহমদকে ছুটিতে পাঠানোর পর অসদাচরণের অভিযোগ তুলে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মাধমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (২১ এপ্রিল) অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) জারি করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নোটিশে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ন কবিরকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ‘বাইথল ও ট্রাইথল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এ অংশ নিতে ছুটির আবেদন করেন ঢাকা কমার্স কলেজের শারীর চর্চার শিক্ষক ফয়েজ আহমেদ।  প্রতিযোগিতায় অংশ নিতে টিমের কোচ ও দলীয় প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে টিম নিয়ে যাওয়ার জন্য এনওসি চান তিনি।  ২০১৯ সালের বছর ৮ আগস্ট এনওসির অনুমোদন দেয় কলেজ কর্তৃপক্ষ। 

এরপর ওই বছরের ২৬ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন ফয়েজ আহমেদ। কিন্তু ওই সময়ে গভর্নিং বডির সভা না থাকায় কর্তৃপক্ষ তার ছুটির আবেদন অনুমোদন করাতে পারেনি। তবে মৌখিক আদেশে ও লিখিতভাবে কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি। ফয়েজ আহমেদের ছুটি ভোগ করার কথা ছিল ২৪ দিন। কিন্তু ১২ দিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান শেষ করে ওই বছর ৬ নভেম্বর দেশে ফিরে আসেন।  পরদিন ৭ নভেম্বর কলেজে যোগদান করেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ফয়েজ আহমেদ জানতে পারেন, গভর্নিং বডির কাছ থেকে তার ছুটির আবেদনটি অনুমোদন  করেনি কলেজ কর্তৃপক্ষ। উপরন্তু, অনুমোদন না নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের অভিযোগ এনে কলেজের গভর্নিং বডি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের  জবাব দিলেও পরে ফয়েজ আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ।