বুধবার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ছে। এ নিয়ে আগামী বুধবার (২৬ মে) ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘করোনার কারণে চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আগামী ২৬ মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন।’

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাস বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করে। এর ফলে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক দফা ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে রবিবার (২৩ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম নিয়ে সাংবাদিকের ব্রিফ করা হবে।