শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৩ লাখ গাছ লাগানো হবে

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ৩৩ লাখ গাছ লাগানো হবে। মঙ্গলবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায়, দুপুরে ইডেন মহিলা কলেজে, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে বৃক্ষরোপণ করতে হবে।

ওই অফিস আদেশে বলা হয়, ‘মঙ্গলবার (১৫ জুন) থেকে ৩০ জুনের মধ্যে ফলদ, বনজ, ভেষজ অথবা ফুলের চারা রোপণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা না থাকলে প্রতিষ্ঠান-সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপণ করতে হবে। একইসঙ্গে রোপণ করা বৃক্ষ পরিচর্যা করতে হবে।  

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময়  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।