এসএসসি’র তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।  সোমবার (২৮ জুন) সই করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এই অ্যাসাইনমেন্ট মঙ্গলবার (২৯ জুন) প্রকাশ করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে। ওই পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যসাইনমেন্ট বা নির্ধারিত কাজ অধিদফতর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠায়।

অ্যাসাইনমেন্টের নির্দেশনায় পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে বলা হয়।

তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে রয়েছে—গণিত, পদার্থ বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ। 

এর আগে রবিবার (২৭ জুন) এইচএসসির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।