রাহমানিয়া মাদ্রাসা নিয়ে হয়রানি বন্ধের আহ্বান শীর্ষ আলেমদের

রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ কয়েকজন আলেম। রবিবার (১৮ জুলাই) বিকালে মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিনের সই করা বিবৃতিতে এ কথা বলা হয়। 

বিবৃতিতে আলেমরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের অন্যতম শীর্ষ আলেম মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া নিয়েও অস্থিরতা তৈরি হয়েছে। দুই যুগ আগের বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ মাদ্রাসার দায়িত্ব নিতে তৎপরতা চালাচ্ছে। অনেকের অভিযোগ, প্রশাসনেরও একটি পক্ষ তাদের সহযোগিতা করছে, যা খুবই দুঃখজনক।’

যৌথ বিবৃতিতে আলেমরা আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার অভ্যন্তরীণ তুচ্ছ বিষয়কে হাতিয়ার বানিয়ে মাদ্রাসা দখলের তৎপরতা চালাচ্ছে একটা শ্রেণি, যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা এসব অপতৎরতার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিদাতারা বলেন, ‘জামিয়া রাহমানিয়া আরাবিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ড পরীক্ষাসহ পড়ালেখার নানান দিকে রয়েছে তাদের সাফল্য। শিক্ষা বর্ষের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সহস্রাধিক ছাত্র। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করলে যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।’

আলেমরা বলেন, ‘এই অস্থিরতা দূর হয়ে মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আলোচনার মাধ্যমে সবধরনের সংকটের সমাধান হোক এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতারও আহ্বান জানাই।’

বিবৃতিতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা নূরুল ইসলাম জিহাদি, মাওলানা ইসমাইল নূরপুরী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবুল কালাম, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা সাঈদ নূর, মাওলানা আফজালুর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা তালহা, মাওলানা আলী উসমান, মাওলানা মাহমুদুল হাসান,  মাওলানা আব্দুল আজিজ, মুফতি ইসমাইল হুসাইন, মাওলানা নোমান মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মদ জুবায়েরের নাম উল্লেখ করা হয়। তারা প্রত্যেকেই ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম হিসেবে কর্মরত আছেন।