শিক্ষক দিবসে ঐচ্ছিক ছুটির দাবি

বিশ্ব শিক্ষক দিবস সরকারিভাবে উদযাপন এবং ওইদিন ঐচ্ছিক ছুটি ঘোষণার আবেদন জানিয়েছে বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান শিক্ষকদের পক্ষে এ দাবি জানান।

গত ১২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ দাবিতে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি পালন করেন শিক্ষকরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ সরকারিভাবে উদযাপনসহ এই দিনকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষকদের বিভিন্ন কর্মসূচি পালনের সুবিধার্থে ওইদিন ঐচ্ছিক ছুটি ঘোষণার দাবিতে শিক্ষামন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বিশ্ব শিক্ষক দিবসের দিনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়ে ‘মুজিববর্ষ’ অবিস্মরণীয় করে রাখার দাবি জানানো হয়।

সংগঠনটি জানায়, আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শোভাযাত্রা করা হবে।