মেয়ে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’ এর আওতায় আয়রন ফলিক এসিড ট্যাবলেট সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আদেশ জারি করেছে সরকার। সোমবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক  অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মেয়ে শিক্ষার্থীদের সংগ্রহ তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের আয়রন ফলিক এসিড  ট্যাবলেট সংগ্রহ করতে বলা হয়।

অফিস আদেশে জানানো হয়, সারা দেশে কিশোর-কিশোরীদের পুষ্টি কার্যক্রম নিশ্চিত করতে অ্যাডোলোসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাবস-এর মাধ্যমে প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে বিদ্যালয় পর্যায়ে পুষ্টি কার্যক্রমটি সঠিকভাবে পরিচালনা করা যায়। স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট প্রতি সপ্তাহে ১টি করে খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে আর বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা দ্রুত স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকদের কাছে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করবেন। প্রধান শিক্ষকরা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আয়রন ফলিক এসিড ট্যাবলেট সংরক্ষণ করবেন। এই কার্যক্রম আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) তদারকি করবেন এবং আগামী অক্টোবর আঞ্চলিক পরিচালককে আয়রন ফলিক এসিড  ট্যাবলেট সংগ্রহ ও বিতরণ সম্পর্কে লিখিত তথ্য দেবেন।