অনলাইনে দুই শিফটে প্রশিক্ষণের জন্য অতিরিক্ত ভাতা ৩০ শতাংশ

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণার্থীদের দুই শিফটে  অনলাইনভিত্তিক প্রশিক্ষণের জন্য পিটিআইয়ে কর্মরতদের ৩০ শতাংশ অতিরিক্ত ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর অওতায় পিটিআইয়ে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের প্রশিক্ষণার্থীদের অনলাইনে ডিপিএড প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন প্রশিক্ষণ ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া দুই শিফটে অনলাইনভিত্তিক ডিপিএড প্রশিক্ষণ পরিচালনার জন্য পিটিআইয়ে কর্মরত রাজস্ব খাতের কর্মকর্তা- কর্মচারীদের মাসিক মূল বেতনের অতিরিক্ত ৩০ শতাংশ ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়।