ডাবল শিফট পিটিআইয়ের ১২ মাসের অর্থ মঞ্জুরি

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপিও) সাব-কম্পোনেন্ট শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০২১-২২ অর্থ বছরের বাজেট থেকে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডাবল শিফট পিটিআইয়ে ডিপিএড কোর্সে অধ্যয়নরত প্রশিক্ষণার্থীদের জুলাই প্রশিক্ষণ ভাতার ব্যয় নির্বাহে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাক্ষরিত পত্রে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) থেকে এ বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয়।

এছাড়া মানিকগঞ্জ, কুমিল্লা ও ফেনী পিটিআইয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বকেয়াসহ প্রশিক্ষণ ভাতা বাবদ ব্যয় নির্বাহের জন্য পিটিআই সুপারিন্টেনডেন্টদের অনুকূলে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি দেওয়া হয়।

ডাবল শিফট পিটিআই এবং তিনটি পিটিআইয়ের বিপরীতের মোট ৫৮ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি দেওয়া হয়।