শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিতে ফাঁদ পেতেছে প্রতারকরা। আর সে কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন। প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করছে।’

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘প্রতারিত হবেন না প্লিজ। প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যাবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। সতর্ক হন: নিরাপদ থাকুন।’

এ বিষয়ে এম এ খায়ের বলেন, ‘প্রতারকরা সময়ে সময়ে মোবাইল নম্বর পরিবর্তন করেও প্রচারণা চালিয়ে প্রতারণা করছে। তাই সব শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’