ঢাবির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হলো। ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে বুধবার (১ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন ঘোষণা করেন। ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

অনুষ্ঠানের শুরুতে ছিল জাতীয় সংগীত পরিবেশনা। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এছাড়া ছিল ঢাবি’র ওপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী এবং শতবর্ষ উপলক্ষে নির্মিত থিম সংয়ের পরিবেশনা।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

রাষ্ট্রপতি এবং ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্যুভেনির প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ.এস.এম মাকসুদ কামাল।

স্বাগত বক্তব্য রাখেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল। তিনি বলেন, ‘জ্ঞান-বিতরণে আমরা পিছিয়ে নেই, আমরা পিছিয়ে আছি উদ্ভাবন ও আবিষ্কারে। তাই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে চলছে ২৫০টি গবেষণার কাজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রথমবারের মতো মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে।’

ঢাবি’র শতবর্ষ উপলক্ষে প্রকাশিত কয়েকটি গ্রন্থ, ফটো অ্যালবাম এবং ওয়েবসাইট উদ্বোধন করেন রাষ্ট্রপতি।