পদোন্নতির জন্য ফিডার পদধারী প্রার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এবং এর অধীনস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পদোন্নতির তালিকায় থাকা ফিডার পদধারী প্রার্থীদের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অধিদফতরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

মাউশি এবং এর অধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯), প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০), গবেষণা সহকারী (গ্রেড-১১), রেজিস্ট্রার ও ১৩তম গ্রেডভুক্ত প্রধান সহকারী/অডিটর/হিসাবরক্ষক-কাম-প্রধান সহকারী/প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক হিসেবে পদোন্নতির লক্ষ্যে ফিডার পদধারী প্রার্থীদের তথ্য পাঠাতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর শর্তানুযায়ী, রাজস্ব খাতে কর্মরত ফিডার পদধারী প্রার্থীদের তথ্য/কাগজপত্রে নির্ধারিত ছক পূরণের পর তিন সেট আবেদন আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অধিদফতরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে যারা আবেদন করেছেন তাদের হালনাগাদ তথ্যসহ আবারও আবেদন করতে হবে।