সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি শিগগিরই

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূন্য পদে পদোন্নতির লক্ষ্যে রাজস্ব খাতে কর্মরত ফিডার পদধারী এবং শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মচারীদের তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

সূত্রে জানা যায়, শিগগিরই পদোন্নতি দিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর পদোন্নতির শর্তানুযায়ী রাজস্ব খাতে কর্মরত ফিডার পদধারী এবং শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মচারীদের তথ্য/কাগজপত্রসহ নির্ধারিত ছক পূরণের পর তিন সেট আবেদন আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মাউশিতে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয় অফিস আদেশে। এছাড়া জানানো হয়, নির্ধারিত তারিখের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং পাঠালেও তা পদোন্নতির জন্য বিবেচিত হবে না। যারা এর আগে আবেদন করেছেন তাদের হালনাগাদ তথ্যসহ আবারও আবেদন করতে হবে।