নতুন শিক্ষাক্রমের জন্য শিক্ষকদের দক্ষ হতে হবে: দীপু মনি

নতুন শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সমস্য ইলয়াস উদ্দিন মোল্লা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম করছি। আপনাদের নিয়ে শিক্ষাক্রম করছি। আপনাদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। আমরা চাই— আমাদের শিক্ষা হবে আনন্দময়। আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার চাপে পিষ্ট। শিক্ষার্থীদের জীবন  থেকে আনন্দ উবে গেছে। আমাদের শিক্ষার্থীরা পরীক্ষানির্ভর, সনদ সর্বস্ব এক ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে তাদের জীব থেকে আনন্দ উবে গেছে। আমরা চাই, শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা হবে আনন্দময়। শিক্ষা হবে দক্ষতাভিত্তিক। যা শিখবে তা প্রয়োগ করতে পারবে। শিক্ষা হবে অভিজ্ঞতাভিত্তিক। শিক্ষার্থীরা শিখতে শিখবে। শিক্ষার্থী শিখবে কী করে শিখতে হয়। তাহলে ক্রমাগত পরিবর্তনশীল পৃথিবীতে নিজের দক্ষতা গড়ে তুলতে পারবে। শিক্ষা হতে হবে কর্মপযোগী।’

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা একরকম করে পড়িয়ে অভ্যস্ত। নতুন শিক্ষাক্রম ভিন্ন রকম হচ্ছে। বাচ্চারা নিজে করে শিখবে। বাচ্চাদের প্রশ্ন করতে দিতে হবে। অনিসন্ধিৎসু হতে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে পরিবারে উল্টোটা করি। একবারের বেশি জিজ্ঞাসা করলেই আমরা বলি এত কথা জিজ্ঞাস করবে না। শিক্ষকদের এই যে ভূমিকার পরিবর্তন, সে জন্য অনেক প্রশিক্ষণ প্রয়োজন, খাপ খাইয়ে নেওয়ার জন্য, নিজের দক্ষ করে তোলার জন্য। আমি আশা করবো, আপনারা সবাই প্রশিক্ষণে উদ্যোগী হবেন। যেখানে সুযোগ পাবেন সব প্রশিক্ষণ নিয়ে নেবেন। এখন তো অনলাইনে, অব লাইন দুইভাবে হচ্ছে। অনলাইনে নিজেদের দক্ষ করে তুলবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।