শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, গণহত্যা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়। আর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।