আবেদন করেই অধ্যাপক পরিচয় দিচ্ছেন ড. আকতারুজ্জামান

অধ্যাপক পদে চাকরির আবেদন করেই নিজেকে প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন ড. মো. আকতারুজ্জামান নামে এক ব্যক্তি। বুধবার (৫ এপ্রিল)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতর এ তথ্য জানায়।

জনসংযোগ দফতর থেকে জানানো হয়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ছাপিয়ে ড. মো. আকতারুজ্জামান নিজের নামের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি ও শিক্ষা বিভাগ বলে পরিচয় দিচ্ছেন।

পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মাধ্যমে জানা গেছে ড. মো. আকতারুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি ও শিক্ষা বিভাগ বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সঙ্গে ড. মো. আকতারুজ্জামানের কোনও সংশ্লিষ্টতা নেই। তিনি কখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অধ্যাপক কিংবা  বিভাগীয় প্রধান পদে ছিলেন না। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন মাত্র।

ড. মো. আকতারুজ্জামান এর সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও প্রতারণার আশ্রয় নিয়েছেন।  ড. মো. আকতারুজ্জামানের এসব অসত্য অপপ্রচার এবং প্রতারণা থেকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার অনুরোধ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।