জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী ২২ মে বিকাল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩ জুলাই থেকে।

বৃহস্পতিবার (১৯ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ (দুই শত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদন ফরম পূরণ ও সংগ্রহ করতে হবে ২২ মে থেকে ৯ জুনের মধ্যে। শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে ২৩ মে থেকে ১১ জুলাইয়ের মধ্যে। 

অনলাইনে আবেদন ফরম নিশ্চায়ন করতে হবে ২৩ মে থেকে ১২ জুনের মধ্যে।

আবেদন ফি যেকোনও সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কলেজকে লগইন করে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর ১৩ জুন থেকে ২০ জুন নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।