এসএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় সোয়া ২ লাখ

করোনার প্রকোপ কমে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী; যা আগের বছরের (২০২০) তুলনায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি ছিল। তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন; যা গতবছরের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম।

আজ রবিবার (১২ জুন) এসএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃংঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এবছর পরীক্ষার্থী কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। গতবছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে। এবছর কেন্দ্রের সংখ্যা ১১১টি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯০টিতে। 

আর গতবছরের তুলনায় ৫৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে অংশ নিচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

আর এবছর বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৬৭ জন পরীক্ষার্থী।