‘বন্যা পরিস্থিতির ওপর নির্ভর করছে এসএসসি পরীক্ষা’

এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ নির্ভর করছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতি বুঝে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার (২১ জুন) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হলে ঈদের আগেই শুরু করা হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষা। আর পরিস্থিতির অবনতি হলে আসন্ন ঈদুল আজহার পর নতুন রুটিনে পরীক্ষা শুরু করা হবে। এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই, কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

জানতে চাইলে তপন কুমার সরকার বলেন, ‘সিলেট থেকে পানি নামা শুরু করলেও নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে। কবে নাগাদ বন্য পরিস্থিতি স্বাভাবিক হবে তা বুঝতে পারছি না। পরিস্থিতি বিবেচনা করে নতুন রুটিন প্রকাশ করবো।’

বন্যা পরিস্থিতি বুঝে ঈদের আগে শুরু করা সম্ভব হবে কিনা জানতে চাইলে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যদি সম্ভব হয় তাহলে ঈদের আগে শুরু করবো। তবে নির্ভর করছে বিন্যা পরিস্থিতির ওপর। যদি ঈদের আগে শুরু করা না যায় তাহলে ঈদের পর এসএসসি পরীক্ষা শুরু করা হবে।’

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসি পরীক্ষা নেওয়া শুরু করতে দুই মাস সময় প্রয়োজন হয়। সে কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।’