৭ থেকে ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত ৫ কলেজ শিক্ষক

ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক উৎপলা রহমান, কর্মস্থলে উপস্থিত নেই ২০১১ সালের ৫ অক্টোবর থেকে (প্রায় ১৩ বছর)। ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে (১২ বছরের বেশি) কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন রসায়ন বিষয়ের প্রভাষক মো. ফরহাদ আলী। এছাড়া আরও তিন প্রভাষক একইভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত।  

এই পরিস্থিতিতে কেনও তাদের চাকরি থেকে অবসান আদেশ জারি করা হবে না— তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সোমবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা আলাদা অফিস আদেশে আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রসায়ন বিষয়ের প্রভাষক উৎপলা রহমান ২০১১ সালের ৫ অক্টোবর (১২ বছর ৯ মাসের বেশি) থেকে অদ্যাবধি চাকরিতে অনুপস্থিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রসায়ন বিষয়ের প্রভাষক মো. ফরহাদ আলী ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রসায়ন বিষয়ের প্রভাষক মো. আব্দুল মোমেন ২০১২ সালের ৫ অগস্ট থেকে অধ্যাবধি অনুপস্থিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক মোহাম্মদ শাহাবুদ্দিন ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদার্থবিদ্যা বিষয়রে প্রভাষক মোহাম্মদ আব্দুর রউফ ২০১৫ সালের ১৯ মে থেকে অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

পৃথক অফিস আদেশে বলা হয়, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিতির জন্য বিএসআর পার্ট-১ এর বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসান হিসেবে কেন আদেশ জারি করা হবে না— তার জবাব ১০ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।