বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দৈনিক ৮ ঘণ্টা অফিস নীতিমালায় নেই

কর্মকর্তা-কর্মচারীদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিদিন আট ঘণ্টা অফিস করতে হবে তা খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  রবিবার (৭ জুলাই) ইউজিসি এ তথ্য জানায়।

‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইউজিসি।

 ইউজিসি জানায়, কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতিদিন আট ঘণ্টা অফিস করতে হবে এবং ‘শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার আগে অব্যাহতিপত্র জমা দিতে হবে তা খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত নেই। বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা এ নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট আছেন। খসড়া নীতিমালা চূড়ান্ত হলে তা বিশ্ববিদ্যালয়গুলোয় বাস্তবায়নের জন্য পাঠানো হবে।