‘গুণগত শিক্ষা-গবেষণা নিশ্চিতে কাজ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়’

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১৬ আগস্ট) ইউজিসি কার্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকস (বিএসপিইউএ) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ পরবর্তী সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, বিএসপিইউএ সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএসপিইউএ’র সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেন, ‘গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা প্রয়োজন।’

এ সময় অধ্যাপক ড. ফরিদ আহমদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।