মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডিএনসিসি মেয়র

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রকে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৬ ধারার (১০) লঙ্ঘন করায় ৩৫(৭) ধরা অনুযায়ী ১৩ সদস্যের বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

এদিকে, পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ১ম বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়।