জবির স্নাতক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)  এবং বিবিএ প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত আবেদন এবং ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৫০০ টাকা ফি পরিশোধ করা যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট  gstadmission.ac.bd থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইউনিট-এ তে এসএসসি ও এইচএসসির জিপিএ ৮ থাকতে হবে এবং কোনও পরীক্ষায় ৩.৫০-এর নিচে প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। ইউনিট বি, সি, সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম ও টেলিভিশন বিভাগে আবেদন করতে উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০-এর নিচে হতে পারবে না।

এছাড়াও সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এই চারটি বিভাগে শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd  পাওয়া যাবে।