১২ পিজিডি কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আগামী বছরের শুরুর দিকে ১২টি বিষয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আইসিটি, এন্ট্রাপ্রিনিউরশিপ ও সফট স্কিল— এই তিন বিষয় ডিগ্রি ও অনার্সে বাধ্যতামূলক করা হবে।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্ট্রাপ্রিনিউরশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি কোর্স চালু করা হবে। আইসিটি, এন্ট্রাপ্রিনিউরশিপ এবং সফট স্কিল অনার্স ও ডিগ্রি পর্যায়ে বাধ্যতামূলক করা হবে। যেমন বাংলাদেশের অভ্যুদয় বাধ্যতামূলক রয়েছে।’

অধ্যাপক ড. মশিউর রহমান আরও বলেন, ‘পিজিডি প্রোগ্রামগুলো শর্ট কোর্স হিসেবেও থাকবে। যাতে অনার্স ও ডিগ্রি পাসের সঙ্গে তারা একটি শর্ট কোর্সেরও সনদ পায়। তবে এগুলো বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজন হবে। সিইডিপিতে আমাদের একটা ফান্ড রয়েছে। ওই ফান্ড নিয়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। যেহেতু যাওয়া হয়নি, ওই ফান্ড এনে কিছু শিক্ষককে প্রশিক্ষণ দেবো।’

কবে নাগাদ শুরু করা হবে, জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে চালু করার উদ্যোগ নিয়েছি। বাড়ি ভাড়া হয়ে গেলে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুরু করতে পারবো।’