শিক্ষার্থী ভর্তির জন্য হালনাগাদ তথ্য চেয়েছে মাউশি

২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হালনাগাদ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।  আগামী ১৪ নভেম্বরের মধ্যে আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অফিস আদেশে বলা হয়,  ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য সরকারি মাধ্যমিক ও বেসরকারি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের (মহানগর ও জেলা সদর উপজেলা পর্যায়)   হালনাগাদ তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেডে (https://gsa.teletalk.com.bd/) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপলোড করা যাবে।