ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে মাউশির নির্দেশনা

দীর্ঘদিন ধরে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন প্রতিবেদন অনিষ্পন্ন রেখেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন প্রতিবেদন নিষ্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মংমনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

নির্দেশনায় বলা হয়, ৩৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিষ্পন্ন পরিদর্শন প্রতিবেদনের তালিকা প্রস্তুত করা হয়েছে। নীতিমালা-২০২২ অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি দিতো শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়কে পরিদর্শন প্রতিবেদন পাঠাতো শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন প্রতিবেদন মন্ত্রণালয়ের পাঠায়নি।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি নীতিমালা সংশোধনের কাজ চলছিল। গত ৩০ অক্টোবর নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির দায়িত্ব দেওয়া হয় শিক্ষা বোর্ডগুলোকে।

এই পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে অনিষ্পন্ন পরিদর্শন প্রতিবেদন নিষ্পন্ন করার নির্দেশ দেয়।