বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ইনস্টিটিউটের সঙ্গে আইবিএসের চুক্তি সই

সমৃদ্ধ গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সেমিনার কক্ষে এই সমঝোতা স্মারক সই  হয়।

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শাহীন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এই সমঝোতা স্মারক সই করার ফলে দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা তথ্য আদান-প্রদান করতে পারবেন। এরফলে গবেষণার নতুন ক্ষেত্রও উন্মোচিত হবে।