বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেকসই নেতৃত্ব নিয়ে গোলটেবিল বৈঠক

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই নেতৃত্ব নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টেকসই নেতৃত্বের পাশাপাশি শিক্ষার গুণগতমান ও টেকসই শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন, ইউজিসি মেম্বার অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জহিরুল হক, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আফম মফিজুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল কবির, উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রাইমেশিয়া ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন উপস্থিত ছিলেন।

ওই গোলটেবিল বৈঠকে বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেকসই নেতৃত্ব, শিক্ষার গুণগতমান ও টেকসই শিক্ষা নিয়ে আলোচনা করেন।

অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অব বিজনেস লিডারশিপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় টেকসই নেতৃত্ব প্রকল্পের গবেষক অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ড. শফিকুর রহমান ও ড. অম্লান হকের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।