সরকারি স্কুলের জমি সঠিকভাবে রেকর্ডের নির্দেশ

নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোর জমি প্রাথমিক শিক্ষা অধিদফতরের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত করে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। দেশের সকল জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো এ আদেশ বুধবার (১১ জানুয়ারি) প্রকাশিত হয়।

অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত নভেম্বর মাসের সমন্বয় সভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী—দেশের যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত হয়নি সে সকল বিদ্যালয়ের জমি মহাপরিচালক বরাবর রেকর্ডভুক্ত করতে হবে। রেকর্ডভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে অফিস আদেশে।

অফিস আদেশে আরও বলা হয়, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ রয়েছে।