কানাডিয়ান ইউনিভার্সিটির সমাবর্তনে আসছেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী

শান্তিতে নোবেল বিজয়ী ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী ঢাকায় আসছেন। দেশের বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটির অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে তিনি সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। এই সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম সমাবর্তন হওয়ায় রাষ্ট্রপতির কাছ থেকে ডিগ্রি নেওয়ার অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত জানান, সমাবর্তনের দিনটি আমাদের জন্য এক বিশেষ মাইলফলক। কারণ এই অল্প সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের হাতে সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট তুলে দিতে পারছি। আমাদের এই আয়োজনে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ও একজন নোবেল বিজয়ীকে কাছে পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক জানান, প্রথমবারের মতো এই আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা তাদের শিক্ষাজীবন শেষ করেই মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে তাদের সার্টিফিকেট নিবেন। এ এক বিশাল অর্জন।