ঢাবির কুয়েত মৈত্রী হল

প্রভোস্টের পদত্যাগের দাবিতে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেয়েদের অন্য হলগুলোতে আয়োজন থাকলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে কোনও আয়োজন ছিল না, এছাড়া বিভিন্ন সময় প্রাধ্যক্ষ ড. নাজমুন নাহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানিসহ হলের অব্যবস্থাপনার অভিযোগ এনে এই প্রভোস্টের পদত্যাগ দাবি করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন হলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মেয়েদের বাকি হলগুলোতে তিন দিন যাবত পূজা উপলক্ষে আয়োজন চলছে। কিন্তু আমাদের হলে কিছুই করা হয়নি। এর আগে হলে আগুন লাগলেও তখনও প্রভোস্ট আসেননি। বিভিন্ন সময় প্রভোস্ট আমাদেরকে হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিন শট নিয়ে তার রুমে ডাকেন। আমরা প্রভোস্টের পদত্যাগ চাই।’

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।  তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমরা তাদের কথা শুনছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে নেবেন।’

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান করছেন।