আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা অনুষ্ঠিত

ঢাকায় আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২টি মার্কিন বিশ্ববিদ্যালয় ওই মেলায় অংশ নেয়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাড়ে তিন হাজারেরও বেশি আগ্রহীরা অংশ নিয়েছেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এডপ্রোগ্রামস সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই মেলার আয়োজন করে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত হাস জানিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র বরাবরের মতো শীর্ষ গন্তব্যের দেশ ছিল। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে যেখানে আমেরিকাতে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী ছিল ৩,৩১৪ জন সেটা বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন হয়েছে।