পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া টিকে থাকা অসম্ভব: বিডিইউ উপাচার্য

প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া পঞ্চম শিল্প বিপ্লবে টিকে থাকা অসম্ভব হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত প্রস্পেক্ট অব ডাটা সায়েন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে আমাদেরে টিকে থাকতে হলে অবশ্যই প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং ছাড়া ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি সম্ভব না। এগুলো সবগুলোকে প্রোগ্রামিং গাইড করে।’

উপাচার্য আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং মানুষ যাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো মানবিকতার সঙ্গে সহজভাবে ব্যবহার করতে পারে, সে জন্য আমাদের সামনে পঞ্চম শিল্প বিপ্লব উপস্থিত।’

বাংলাদেশে এখনও গ্লোবাল বিগ ডাটাগুলো তৈরি করতে হয়নি উল্লেখ করে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘আমরা গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানের কাছে এখনও জিম্মি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে বিগ ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে এবং সেটা এখনি নিতে হবে।’

বেসিসের সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট হাবিবুল্লহ এন করিমের মডারেশনে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডাটা সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট এম এ বারি। এ ছাড়া আলোচক হিসেবে বেসিসের সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাশরুর, ডাটা সফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, এসএসএল ওয়্যারলেসের পরিচালক ও সিটিও শাহজাদা রেদওয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।