এইচএসসি’র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ড অধীনে-২০২২ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) এই ফল প্রকাশ হয়। ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

ফলাফলে দেখা গেছে, এ বছর ৩১ হাজার ৫৭৪ শিক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৯২৩টি খাতার ফল পরিবর্তন হয়ে ৯১৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এদিকে অকৃতকার্য থেকে পাস করেছে ১৪৫ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এইচএসসি-২০২২ সালের ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৯ ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় ছিল গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।