দ্বিতীয় মেয়াদে ইউজিসির সদস্য হলেন ড. আলমগীর

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। সোমবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।   

নিয়োগের শর্তে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে বর্তমানে তিনি যে বেতন-ভাতা পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত হলে তিনি একইভাবে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।