ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ন নিয়ে জরুরি নির্দেশনা

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ছয় মাস ভিত্তিক সামষ্টিক মূল্যায়নে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের নির্দেশিকা  যথাযথভাবে পালন করতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৬ জুন) অধিদফতরের আওতাধীন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক (ছয় মাসের) মূল্যায়নের পরিবর্তে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার আয়োজনের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের নজরে এসেছে। তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তা বন্ধ করে দেওয়া হয়। নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে এরকম অনভিপ্রেত কাজ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমতাবস্থায়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছয় মাসভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।