উচ্চশিক্ষা ও গবেষণায় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে: ইউজিসি

উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২০ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ইউজিসি’র ‘নলেজ শেয়ারিং’ ও প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে এ আহ্বান জানানো হয়।

ইউজিসি’র ২০২২-২০২৩ অর্থবছরে ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী, শুদ্ধাচার কাজে উদ্বুদ্ধকরণ ও দুর্নীতি প্রতিরোধে দেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শনের আওতায় সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা এবং বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের বিকল্প নেই। এক্ষেত্রে প্রাণ-আরএফএল  গ্রুপসহ প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসা উচিত।’ 

দেশের প্রয়োজনের নিরিখে এসব কোম্পানিকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণায় অর্থায়ন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফেরদৌস জামান আরও বলেন, ‘দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪৪ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে। দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এসব শিক্ষার্থীর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানে প্রবেশের আগে শিল্প প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে ইউজিসি পরিচালক ড. জাফর আহমেদ জাহাঙ্গীর, অতিরিক্ত পরিচালক জিয়াউর রহমান ও শাহীন সিরাজসহ ২৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার উইং কমাণ্ডার (অব) মো. সিদ্দিকুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপক (জনসংযোগ) মাকসুদ জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল  গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের কোলাবোরেশন রয়েছে। এই সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে ইউজিসি’র সঙ্গে আগামীতে কাজ করা হবে।’