ভিকারুননিসায় জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ জন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ শিক্ষার্থী। বেইলি রোডের ক্যাম্পাসে সকাল থেকেই ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকরাও আসেন ফলাফল জানতে। এ সময় কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ভালো ফল পেয়ে আনন্দে কাঁদতেও দেখা যায় অনেককে।

রবিবার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাটন টিপে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বলেন, ‘এবার আমাদের প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ২৬২১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫৯৬ জন। পাস করেছেন ২৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ জন। সেই হিসাবে পাসের হার শতকরা ৯৮.৬৫ শতাংশ।’

ফল প্রকাশের পর ড্রাম বাজিয়ে, ভি চিহ্ন দেখিয়ে আনন্দ করছেন শিক্ষার্থীরা, ছবি: সাজ্জাদ হোসেনজানা যায়, এবার প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ২০৩৭ জন, মানবিক থেকে ২৫৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৩০১ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন ২০০৫ জন এবং এই বিভাগ থেকে জিপিএ -৫ পান ৯০৩ জন শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ২৫৭ জন পাস করেছেন এবং ৯২ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা থেকে ২৯৯ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

ফল জানা যাবে যেভাবে

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফল জানতে পারবে। ক্ষুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে এইচএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল টাইপ করে ১৬২২২ নম্বরে ক্ষুদে বার্তা পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha Roll 123456 2023 লিখে নির্ধারিত নম্বরে ক্ষুদে বার্তা পাঠাতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Alim Mad 123456 2023, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Hsc Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।