সবচেয়ে খারাপ ফল মানবিকের ছেলেদের

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪; গেলো বছর যা ছিল ৮৫ দশমিক ৯৫। সেই হিসাবে গড় পাসের হার কমেছে ৭ দশমিক ২৭। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই ফলাফলে সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করেছে মানবিক বিভাগের ছেলেদের ফলাফল। এই বিভাগে ২ লাখ ৮১ হাজার ৪৭১ ছাত্র পরীক্ষায় অংশ নেন; যাদের পাসের হার ৬৫ দশমিক ৬৮।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

২০২৩ সালে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন; সেই হিসাবে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। 

পরীক্ষায় মোট ছেলে শিক্ষার্থী অংশ নেন ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন; যার মধ্যে পাস করেছেন ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৬। অন্যদিকে মেয়ে শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন; যাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন, পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছেলেদের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছেন।

এবছর মোট জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ২৩০ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৩৬৫ জন। সেই হিসাবে ছেলেদের তুলনায় ৬ হাজার ১৩৫ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছেন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এবছর বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ২৮ হাজার ২২২ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ১০৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৩। আর একই বিভাগ থেকে ছাত্রী অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৫ জন; যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৫ জন। পাসের হার ৮৮ দশমিক ২৫। 

মানবিক বিভাগে ছাত্র অংশ নেন ২ লাখ ৮১ হাজার ৪৭১ জন, উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৮৪৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৬৮। আর এই বিভাগ থেকে ছাত্রী অংশ নেন ৩ লাখ ৬১ হাজার ৬৫৯ জন; যার মধ্যে পাস করেছেন ২ লাখ ৭০ হাজার ৪২০ জন। পাসের হার ৭৪ দশমিক ৭৭। 

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ১ লাখ ১৯ হাজার ৭৩৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করে ৮৯ হাজার ৪১ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৭।  এই বিভাগে ছাত্রী ছিলেন ৯৪ হাজার ২৮০ জন। যার মধ্যে পাস করেছেন ৭৫ হাজার ৭৬১ জন। পাসের হার ৮০ দশমিক ৩৬।