২৮ কলেজে নতুন অধ্যক্ষ

দেশের ২৮টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করেছে সরকার। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অধ্যাপকদের দেশের বিভিন্ন কলেজে বদলি করা পদে এই পদায়নের নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আগামী ১৩ মার্চ নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের বদলি করা পদে যোগদান করতে হবে। ১৩ মার্চ অবমুক্ত না হলে অবমুক্ত হিসেবে তারা গণ্য হবেন।