সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড

সনদ (সার্টিফিকেশন) জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল। দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই প্রযুক্তি শুরু করলো তারা।

শুক্রবার (১৫ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সনদ জালিয়াতির হাত থেকে রক্ষা পাবে। প্রচলিত কাগজের সনদ দিয়ে সহজেই জালিয়াতি করা যায়, যা চাকরিতে নিয়োগের পাশাপাশি দূতাবাসের কাজেও সমস্যা তৈরি করতে পারে। সেটি বিবেচনায় নিয়ে ট্যাম্পার-প্রুফ অথেন্টিসিটি নিশ্চিতে ডিজিল্যান্ডের ব্লকচেইন সমাধান ব্যবহার করছে গ্রিনহেরাল্ড।

সম্প্রতি গ্রিনহেরাল্ড (জিএইচ) অ্যালামনাইদের নেতৃত্বে গ্রিনহেরাল্ড স্কুল এবং ডিজিল্যান্ডের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি হয়েছে।

প্রসঙ্গত, ডিজিল্যান্ড একটি ব্লকচেইন স্টার্টআপ, যা সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ করে। এটি সার্টিফিকেটের সত্যতা যাচাইয়ে নির্ভরযোগ্য সমাধান দেয়। এটি সার্টিফিকেটের জন্য একটি অপরিবর্তনীয় ডিজিটাল রেকর্ড তৈরি করে। ফলে সার্টিফিকেট অবিলম্বে যাচাই করা সম্ভব হয় এবং এর নির্ভরযোগ্যতা বাড়ে। সনদগুলো ব্লকচেইনে ডিজিটালি রেকর্ড হয় এবং কিউআর কোডের মাধ্যমে ব্যবহার করা যায়।

২০২৩ সালের মার্চে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম অফিসিয়াল জিএইচ অ্যালামনাই নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। এর প্রধান পৃষ্ঠপোষক প্রিন্সিপাল সিস্টার ভার্জিনিয়া আশা গোমেজ আরএনডিএম, প্রধান পরামর্শদাতা সিনিয়র শিক্ষক রোনাল্ড ক্রুজ, অ্যালামনাই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির এবং মহাসচিব ব্যারিস্টার মাহিন এম রহমান।

সভাপতি সোনিয়া বশির কবির বলেন, ‘ব্লকচেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী বাংলাদেশের প্রথম স্কুল হিসেবে গ্রিনহেরাল্ডকে অভিনন্দন। এড-টেক সল্যুশন ব্যবহার যেকোনও স্কুলের জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার বিশ্বাস।’

জিএইচ অ্যালামনাই মহাসচিব ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, ‘এই সিদ্ধান্ত অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থী এবং স্কুল প্রশাসনের জন্য অত্যন্ত উপকারী হবে।’

প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ডিজিল্যান্ড সম্পর্কে প্রতিষ্ঠাতা সানজানা সাদিকের নেতৃত্বে পরিচালিত ব্লকচেইন স্টার্টআপ ‘ডিজিল্যান্ড’ সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে কাজ করে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিল্যান্ড একাডেমিক ও অন্যান্য ক্রেডেনটিয়ালস প্রদান, ভেরিফিকেশন এবং স্টোরেজের জন্য উদ্ভাবনী ব্লকচেইন-ভিত্তিক সমাধান প্রদান করে।