তাপপ্রবাহ: এবার ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ রাখার আহ্বান

সারাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ চলমান থাকায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২৬ ও ২৭ এপ্রিল সাপ্তাহিক ছুটির পরদিন ২৮ এপ্রিল (রবিবার) থেকে শ্রেণি কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়।

রবিবার (২১ এপ্রিল) সই করা ঢাকা শিক্ষা বোর্ডের অফিস আদেশটি সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত হয়।

আদেশে জানানো হয়, সারাদেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হলো। আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) এবং ২৭ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ এপ্রিল থেকে শ্রেণি কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হলো।

কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় বিদ্যুৎ চলে যায়, তাছাড়া গরমের মধ্যে অনলাইনে বাচ্চা ক্লাস করতে চায় না। এই পরিস্থিতিতেও কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে।